দেশজুড়ে

বগুড়ায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরতলীর চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় যাত্রীবাহী কোচের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার শশবিদনী গ্রামের আবুল কালাম (৪২), তার ছেলে হৃদয় (২৬) এবং তাদের পার্শ্ববর্তী রজাকপুর গ্রামের অমলের ছেলে গেদা (২২)।

রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ঘাতক কোচটি আটক করা যায়নি। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বগুড়া সদর থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

লিমন বাশার/বিএ