অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরা সীমান্তে নারী, পুরুষ শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে সাতক্ষীরা সদরের পদ্মশাখরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে ১০ শিশু, তিনজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।
আটক রোহিঙ্গারা হলেন- মরিয়ম বেগম, আসমা খাতুন, রাশিদা খাতুন, সুমাইয়া বেগম, গুলশান আরা খাতুন, জাইনুল কেগম, মো. আলাউদ্দিন, আজিজুর রহমান ও এনায়েত আলি। আটক ১০ শিশুর বয়স ৬ মাস থেকে সর্বোচ্চ ১২ বছর।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির পদ্মশাখরা বিওপি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন জাগো নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারা সবাই ভারত থেকে বিএসএফএর সহায়তায় বাংলাদেশে এসেছেন। এর আগে ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় তারা মিয়ানমার থেকে ভারতের দিল্লীতে যান। সেখানে তারা বসবাস করছিলেন।
কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য বস্ত্র ও চিকিৎসা দিচ্ছে এই খবর পেয়ে তারা দিল্লী থেকে বাংলাদেশে চলে এসেছেন বলে জানিয়েছেন। তাদের এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক শরিফ এনামুল হক বলেন, উদ্ধার রোহিঙ্গারা বেশ ক্লান্ত। তাদেরকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।
আকরামুল ইসলাম/এএম/আইআই