অর্থনীতি

রোববার তিন কোম্পানির এজিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোবাবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড, প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ এবং বিমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।এর মধ্যে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাহাঙ্গীর গেইট সংলগ্ন টাস্ট্র মিলনায়তন সকাল সাড়ে ১০টায় রেকিট বেনকিজার বাংলাদেশের এজিএম অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর সুন্দরবন হোটেলে কে অ্যান্ড কিউ এর এজিএম এবং একই সময়ে খুলনার সোনাডাঙ্গায় ডেল্টা লাইফ টাওয়ারে এজিএম অনুষ্ঠিত হবে।৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত ও নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য নগদ ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এবং কে অ্যান্ড কিউ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।প্রসঙ্গত, কোম্পানিগুলোর সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে এজিএমে।এসআই/বিএ/আরআই