দেশজুড়ে

ধলেশ্বরী নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ : গুলিবিদ্ধ ১

ধলেশ্বরী নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে সাবু কালাম (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। শনিবার সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলায় এ ঘটনা ঘটে। আহত সাবু কামালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সে মুন্সিগঞ্জ শহর ছাএলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক । ইজারাদার ও সদর উপজেলা আওয়মী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া জানান, নারায়ণগঞ্জ এলাকার ইজারাপ্রাপ্ত রিফাত এন্টারপ্রাইজের লোকজন কয়েকদিন ধরে মুন্সিগঞ্জ এলাকায় জোর করে টোকেন কেটে অস্ত্রের মহড়া দিচ্ছিল। শনিবার সকালে কিছু বুঝে উঠার আগেই তারা হামলা ও গুলি চালায়। এমনকি জোরপূর্বক বাল্কহেড শ্রমিকদের কাছ থেকে টোল আদায় এবং তাদের কাছ থেকে বালু নিতে বাধ্য করছে।সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, ধলেশ্বরীতে বালু উত্তোলন এবং গুলির ঘটনা শুনে আমরা সেখোনে গিয়েছি। তবে ঘটনাস্থলে পৌঁছে আমরা কাউকে পাইনি। সেখানে ২/৩ রাউন্ড গুলি বর্ষণের কথা আমারা শুনেছি। এসময় সাবু কামাল নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। তদন্ত চলছে। এসএস/আরআইপি