বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামে দু’পরিবারের ১১ জনকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।অসুস্থরা হলেন, ওই গ্রামের নিরঞ্জন কর, সঞ্জয়, রিংকু, কৌশিক, কথা রানী, মঞ্জু রানী, গৌতম কর, অসিত কর, অমিত কর, টুলু রানী, অর্পণা রানী।স্থানীয়রা জানান, ওই গ্রামের পল্লি চিকিৎসক গৌতম কর ও নিরঞ্জন করের রাতের খাবারের সাথে দুর্বৃত্তরা অচেতননাশক ওষুধ মিশিয়ে দেয়। ওই দু’পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলে সকলে অচেতন হয়ে পরে। এ সুযোগে দুর্বৃত্তরা ওই দু’টি ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। সকালে ওই দুই পরিবারের লোকজন ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা এগিয়ে এসে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন।গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।সাইফ আমীন/এসএস/আরআই