জাতীয়

৪ দিনের সফরে রোববার ফ্রান্স যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আগামী ২৩ জুন প্যারিসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে অংশ নিতে ২১ জুন রোববার ৪ দিনের সফরে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা গেছে।জানা যায়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, সংস্কৃতি, পরিবেশ, জলবায়ু, উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো বৃদ্ধি করতে  আগামী ২৩ জুন প্যারিসে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন।বাংলাদেশকে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স স্বীকৃতি দেয়। ওই বছরেই ১৭ মার্চ দেশটির রাজধানী প্যারিসে বাংলাদেশের দূতাবাস খোলা হয়। ১৯৯০ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সিস মিতেরার বাংলাদেশ সফরের পর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন রূপ লাভ করে।আরএস/আরআইপি