লালমনিরহাটের বড়বাড়ি আইরখামার এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দু`পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংর্ঘষের একপর্যায়ে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মিন্টু হোসেনের হাতের আঙ্গুল ধারালো অস্ত্র দিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আইরখামার এলাকার আব্দুল কাদেরের সঙ্গে প্রতিবেশি আজিজুলের জমি নিয়ে বিরোধের সূত্র ধরে দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দু`পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মিন্টু হোসেনের হাতের আঙ্গুল ধারালো অস্ত্র দিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রবিউল হাসান/এআরএ/আরআই