রাজধানীর মিরপুর থেকে ১৮ কোটি টাকার বিভিন্ন ধরণের জাল স্ট্যাম্প উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার দিবাগত রাতে মিরপুরের দারুস সালাম এলাকার লালকুঠির সি/১২৫ নম্বর বাড়ি থেকে এসব পাওয়া গেছে বলে জানান সিআইডির মিরপুর ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রুহুল আমিন। তিনি আরো জানান- উদ্ধার স্ট্যাম্পের মধ্যে রয়েছে, জুডিশিয়াল, নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প। গ্রেফতারকৃতের নাম বুলবুল ইসলাম। রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৭ কোটি ৫৫ লক্ষ ৫৪ হাজার টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। একই দিন পৃথক অভিযানে লালকুঠির সি/১৫৮ (প্রথম কলোনি) নম্বর বাড়িতে থেকে পাওয়া যায় আরো ২৬ লক্ষ ৮৫ হাজার টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। তবে এঘটনার সঙ্গে অভিযুক্ত সৌরভ পলাতক রয়েছে বলে জানান রুহুল আমিন। এআর/এসএইচএস/আরআইপি