দেশজুড়ে

সিলেটে স্বপ্ন ও রিফাতকে জরিমানা

সিলেট নগরের অভিজাত সুপার শপ হিসেবে পরিচিত স্বপ্ন ও রিফাত অ্যান্ড কোং। চেইন শপ হিসেবে সারাদেশে সুনাম রয়েছে স্বপ্ন`র। নগরীতে প্রতিষ্ঠানটির কয়েকটি আউটলেটও রয়েছে। আর সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোং এর কয়েকটি শাখার নাম পরিবর্তন করে রিফাত অ্যান্ড কোং নামে সদ্য যাত্রা শুরু করেছে।শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দুই অভিজাত প্রতিষ্ঠানেও ভেজাল খুঁজে পেয়েছে বিএসটিআই। ভোগ্য পণ্যের উৎপাদন ও উত্তীর্ণের মেয়াদ লেখা না থাকায় জরিমানা করা হয়েছে উভয় প্রতিষ্ঠানকে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন আহমদের নেতৃত্বে অভিযানকালে রিফাত অ্যান্ড কোং এর কেক ও পনিরে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ না থাকায় জরিমানা করা হয় ১০ হাজার টাকা। অন্যদিকে, চেইন শপ স্বপ্নতে একই অভিযোগে এবং বিদেশি পণ্যে অধিক মূল্য রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিএসটিআই`র পরিদর্শক আজিজুল হাকিম ও একদল এসএমপি পুলিশ উপস্থিত ছিলেন।ছামির মাহমুদ/এআরএ/আরআইপি