বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার আসন্ন সম্মেলনে পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। শনিবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জনানো হয়, মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি/সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবন-বৃত্তান্ত সংগ্রহ করা হবে। আগামী ২৩ জুন কেন্দ্রীয় প্রতিনিধির নিকট সভাপতি/সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবন-বৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। পূর্নাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে জমা দিতে হবে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের স্ব-স্ব বিভাগ হতে প্রত্যয়ন পত্র, নাগরিকত্বের সনদ/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ও এস.এস.সি সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।আগামী ২৩ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রাশেদুল ইসলাম রাসেলের কাছে এই জীবন বৃত্তান্ত জমা দেয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে।এমএইচ/আরএস/আরআইপি