নিজের ছেলেদেরকে নিয়ে হাফেজ ও এতিমদের সঙ্গে ইফতার করলেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। শনিবারের এ ইফতারে অংশ নেয় মোস্তফা হাকিম গ্রুপের সকল ড্রাইভার, কর্মচারী, ঈমাম ও মনজুরের আত্মীয় স্বজনসহ শতাধিক রোজাদার।মনজুর আলমের কাট্টলীর বাসায় আয়োজন করা এ ইফতারের। এসময় মনজুর আলম নিজেই আগত সকল মেহমানকে স্বাগত জানিয়ে আসন গ্রহণ করান। এরপর মিলাদ মাহফিল ও মুনাজাতের মধ্য দিয়ে শুরু হয় ইফতার পর্বের। ইফতারের আগে সাবেক এ মেয়র সকলের কাছে তার অসুস্থ ছোট ভাই আবুল কাসেম এর জন্য দোয়া কামনা করেন।মনজুর আলম বলেন এতিম, হাফেজ ও কর্মচারীদের সাথে নিয়ে ইফতার করার অনুভূতিই আলাদা। এতে করে মালিক শ্রমিক এবং এতিমদের সঙ্গে সম্পর্ক ও আন্তরিকতা বৃদ্ধি পায়। তিনি বলেন এতিমদের সাথে ইফতার করলে তাদের মর্মবেদনা অনুভব করা সম্ভব হয়।ইফতারের সময় মনজুর আলমের পাঁচ সন্তান যথাক্রমে মো. নিজামুল আলম, মো. সারোয়ার আলম, মো. ফারুক আজম, মো.সাইফুল আলম ও মো.সাহিদুল আলম উপস্থিত ছিলেন।এছাড়া মনজুর আলমের আত্মীয় স্বজন, মসজিদের ঈমাম ও স্থানীয় তৈয়বিয়া হেফজ খানা ও এতিম খানার এতিম শিশু ও হাফেজগণ অংশ নেন।এসএইচএস/আরআই