দেশজুড়ে

কিশোরগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সুমাইয়া আক্তার (৯) ও তানিয়া (৫) দুই বোন। অপর শিশু ঝুমা (৭) তাদের ফুফাতো বোন। শনিবার সন্ধ্যায় উপজেলার রাউতি ইউনিয়নের মেসগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ও তানিয়া মেসগাও গ্রামের আব্দুস সালামের মেয়ে। আর ঝুমা পার্শ্ববর্তী দাউদপুর গ্রামের আব্দুল হাই`র মেয়ে।এলাকাবাসী জানায়, শনিবার ইফতারের সময় ওই তিন শিশু বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এক সময় সবার অজান্তে তারা পানিতে যুবে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পানিতে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে।এদিকে, একই পরিবারের তিন শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নূর মোহাম্মদ/এআরএ/আরআই