ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় জামায়াতের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর ও মহেশপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দেশব্যাপী জামায়াতের ডাকা হরতাল সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করতে পারে- এমন আশঙ্কায় সদর উপজেলা থেকে পাঁচজন ও মহেশপুর উপজেলা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা নাশকতা ও বিভিন্ন মামলার আসামি।
এছাড়া পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ৩৫ জন, শৈলকুপা উপজেলা থেকে ১৬ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে পাঁচজন, কালীগঞ্জ উপজেলা থেকে একজন, হরিণাকুণ্ডু উপজেলা খেকে পাঁচজন ও মহেশপুর উপজেলা থেকে ছয়জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর