নড়াইলে জারি সম্রাট মোসলেম উদ্দিনের মুর্যাল উদ্বোধন করা হয়েছে। রোববার নড়াইল আদালত সড়কে এ মুর্যালের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল গাফফার খান। জেলা প্রশাসন ও মোসলেম উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে এ মুর্যাল স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিনের ছেলে অধ্যক্ষ রওশন আলী বয়াতি, প্রফেসর মো. রবিউল ইসলাম, মুর্যাল নির্মাতা শিল্পী যাযাবর মুনির হোসেন প্রমুখ। প্রসঙ্গত, গুণী শিল্পী মোসলেম উদ্দিন নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে ১৯০৪ সালের ২৪ এপ্রিল জন্ম গ্রহণ করেন এবং ১৯৯০ সালের ১৯ আগস্ট নিজ বাসভবনে ইন্তেকাল করেন।হাফিজুল নিলু/এসএস/পিআর