পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনার প্রতিবাদকারীদের ওপর হামলা, নারী পুলিশ কনস্টেবলকে গণধর্ষণ, বিবাদীর পক্ষ থেকে টাকা নিয়ে ধর্ষণ মামলা না নেয়া, আর ইয়াবা ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টতা। একের পর এক এমন সব অস্বাভাবিক ঘটনা প্রতিনিয়ত ‘কলঙ্কিত’ করছে বাংলাদেশ পুলিশকে। আর এতে বিব্রত হতে হচ্ছে খোদ বাহিনীর অন্য সদস্যদের।শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছয় লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই এএসআই ইয়াবা সিন্ডিকেটে আরো পুলিশসহ আইনজীবীদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।সম্প্রতি যৌন হয়রানির প্রতিবাদে ছাত্র ইউনিয়নের এক নারী কর্মীকে লাঞ্ছনা করে পুলিশ। লাঠিপেটা, লাথি মারা, আর নারী-কর্মীর চুল ধরে টানাটানির যে নজির স্থাপন করেছেন কয়েকজন পুলিশ সদস্য, তাতে বিব্রত পুলিশ কর্মকর্তারা। বিব্রতকর পরিস্থিতি মোকাবেলায় তাড়াহুড়ো করে সাময়িক বরখাস্ত করা হয় অভিযুক্ত নায়েক মোহাম্মদ আনিসুর রহমানকে।পুলিশের এসব ঘটনাকে ‘বিব্রতকর’ উল্লেখ করে তইমুর হোসেন নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, ‘যুগ যুগ প্রচেষ্টার পর পুলিশ তার আগের ইমেজ ফিরে পেয়েছে। তবে সম্প্রতি পুলিশি কর্মকাণ্ডে আমরা নিজেরাও বিব্রত। জনগণ তো দূরের কথা নিজের পরিবার ও আত্মীয়-স্বজনদের কাছে আমাদের জবাবদিহির জায়গা থাকে না।’সম্প্রতি তুরাগ থানার এক নারী কনস্টেবলকে ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে বলেন, ‘কিছু পুলিশ সদস্যের অনৈতিকতার কারণে বিব্রত হতে হচ্ছে পুলিশকে। তবে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সেইসব পুলিশ সদস্যদের সাধারণ অপরাধীদের মতো বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। তাদের শাস্তির আওতায় এনে পুলিশকে কলঙ্কমুক্ত করার দাবি জানাই।’তবে এ বিষয়ে ভিন্ন মতও পোষণ করেন অনেক পুলিশ সদস্য। ট্রাফিক পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার (এসি) আবু ইউছুফ বলেন, ‘এসব ঘটনা বিচ্ছিন্ন। পুলিশের সাধারণ মানুষের মতোই। দেড় লাখ জনবলের এ বাহিনীতে হাজার রকম মানুষ থাকতে পারে। পুলিশ অনেক ভালো কাজও করছে, সেগুলো নিয়ে কেন আলোচনা করা হয় না?’সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ ধরনের ঘটনাকে ‘বিব্রতকর নয়’ বরং ‘বিচ্ছিন্ন’ বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে ঘটনা বিব্রতকর অথবা বিচ্ছিন্ন যাই হোক অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছেন খোদ পুলিশ সদস্যরা।এআর/বিএ/আরআই/এসআরজে