দেশজুড়ে

বাগেরহাটে আ.লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পেটাল সন্ত্রাসীরা

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিনিয়র আইনজীবী শেখ নুর মোহাম্মাদ সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন।

শনিবার প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে আসা ৮/৯ জনের একদল সন্ত্রাসী শহরের সোনাতলাস্থ জেলা জজের বাস ভবনের সামনের রাস্তায় ফেলে তাকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে। পরে গুরুতর আহত অবস্থায় নুর মোহাম্মাদকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

বিকেলে নুর মোহাম্মাদের অবস্থার অবনতি হলে বাগেহরহাট থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। হামলায় অংশ নেয়া কাদের তার পরিচিত বলে নুর মোহাম্মদ দাবি করেন।

আহত নুর মোহাম্মাদ বলেন, প্রধানমন্ত্রী বাগেরহাট বারে চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার একটি ভবন দিয়েছেন। বর্তমান সভাপতি একে আজাদ ফিরোজ টিপু ও অজিয়ার রহমান পিকলু এরা নিয়ম বহির্ভূতভাবে নিজেরা কাজ করছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবনের কাজ করায় এ অনিয়মের বিরুদ্ধে একটি সিভিল মামলা করেন অ্যাডভোকেট এস.এম জিন্নাহ ও খান মোহাম্মাদ আলী বাদশা। আমি ওই মামলার বাদী পক্ষের আইনজীবী। এ মামলা করার পরে বিভিন্নভাবে আমাকে হুমকি দেয়া হয়। এছাড়াও শহরের একটি হোটেলে মামলার বাদী জিন্নাকেও গ্রেফতার করানো ও আমাকে অচেনা মানুষ দিয়ে রাস্তা ঘাটে মারার পরিকল্পনা করা হয় বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, শনিবার সকাল সোয়া নয়টার দিকে আমি দশানি যাচ্ছিলাম রুটি খেতে। আমি যখন জেলা জজ সাহেবের বাংলোর সামনে পৌঁছাই তখন দেখি চারটা মোটরসাইকেল আমার পাশ দিয়ে অতিক্রম করে সোনাতলা মোড় থেকে আবার ফিরে আসে। তখন একটি মোটরসাইকেলে আমার পরিচিত কাদেরকে দেখেছি। এরপর ওরা ঘুরে এসে আমাকে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে মারপিট শুরু করে। যারা আমাকে মেরেছে তাদেরকেও দেখলে চিনব। ওরা আমাদের দলেরই লোক। তিনি আরও বলেন, চিকিৎসা শেষে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, এ হামলার তীব্র নিন্দা জানাই। তবে কারা হামালা করেছে তা নিশ্চিত করতে পারছিনা। আহত নুর মোহাম্মদকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সভা করে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অজিয়ার রহমান পিকলু বলেন, যারা এ কাজটি করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব।

শওকত বাবু/এমএএস/জেআইএম