দেশজুড়ে

দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা আবদুল গনি মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত গত ১৭ জুন এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন। রোববার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রজ্ঞাপনটি এসে পৌঁছে। আবদুল গনি মন্ডল উপজেলা জামায়াতের সাবেক আমির। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজ সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৩ সালে ৩ মার্চ দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, আওয়ামী লীগ কার্যালয়, থানা ভাঙচুরসহ কয়েকটি নাশকতার ঘটনায় ৯টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আবদুল গনি মন্ডলকে আসামি করে চার্জশিট দাখিল করে আদালতে।এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মন্ডল বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে সবকয়টি মামলায় জামিন পেয়েছি। প্রজ্ঞাপন হাতে পেলে আইনি লড়াই করবো।লিমন বাসার/এআরএ/পিআর