দেশজুড়ে

মাদারীপুরে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা

মাদারীপুরে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে দুই দিনব্যাপী `ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা` শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় জেলার লিগ্যাল এইড ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর। পিআইবি’র উদ্যোগে তথ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জি এস এম জাফরুল্লাহ্ ও জেলা তথ্য কর্মকর্তা দীপাঙ্কর বর । বক্তারা বলেন, বর্তমানে সারা দেশে তথ্য-প্রযুক্তি খাতে যে অভূতপূর্ব উন্নতি হচ্ছে তার সঙ্গে সাংবাদিকদেরও তাল মিলিয়ে চলতে হবে। প্রত্যন্ত অঞ্চলের সমস্যা সম্পর্কে জানাতে পারেন একমাত্র সাংবাদিকরাই।ডিজিটাল বাংলাদেশ গড়তে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সারা বিশ্ব এখন তথ্য-প্রযুক্তিতে উন্নতি করেছে। এক্ষেত্রে বাংলাদেশের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। বক্তারা লেখনির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে জেলায় কর্মরত সাংবাদিকদের প্রতি আহবান জানান। তারা সাংবাকিদের কম্পিউটার শেখার ওপর গুরুত্বারোপ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক বজলুর রহমান খান রুমি। প্রশিক্ষণে মাদারীপুর জেলার ৩০জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি