পূর্ব সুন্দরবনে অভিযান চালিয়ে ছয়টি দেশি-বিদেশি আগ্নেযাস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে র্যাব। রোববার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. রিপন সরদার ওরফে দুধ রিপন (৩৫) ও মো. আবু সাঈদ গাজী (৩২)।
র্যাব জানায়, আটকরা নবগঠিত দস্যুদল মোস্তফা ওরফে মাছ মামুন বাহিনীর সদস্য। দুপুরে তাদেরকে বাগেরহাটের মংলা থানায় অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল জানান, আটক দুধ রিপনের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার রণজয়পুর গ্রামে এবং সাঈদের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় চুনকুড়ি গ্রামে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি দোনলা বন্দুক, একটি কাটা বন্দুক, দুটি একনলা বন্দুক ও দুটি ওয়ান শুটার গান এবং ১৬ রাউন্ড বন্দুকের তাজা গুলি।
মেজর সোহেল আরও বলেন, র্যাবের একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই খালে পৌঁছালে সেখানে অবস্থানরত ৬-৭ জন দস্যু পালানোর চেষ্টা করে। র্যাব ধাওয়া করে ওই দুজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে বনের ভেতরে গোপন স্থান থেকে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় মংলা থানায় দুটি মামলা হয়েছে। অস্ত্রসহ আটকদের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
শওকত বাবু/আরএআর/আইআই