দেশজুড়ে

নড়াইলে রমজানে ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে

নড়াইলে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। রোববার নড়াইল কৃষি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ৪ লক্ষ ২৫ হাজার টাকা নড়াইল সদরের রূখালী গ্রাম থেকে ছিনতাই করেছেন ছিনতাইকারীরা। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলার হয়েছে ।কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে, কৃষি ব্যাংক নড়াইল সদর ব্রাঞ্চ থেকে বিছালী ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০৮ জন শিশুদের প্রদানের জন্য নড়াইল কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা দুলাল সিংহ মোটর সাইকেলযোগে টাকা বহন করে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাপুর ব্রিজ এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি মোটর সাইকেলে ২ জন ছিনতাইকারী ওই কর্মকর্তাকে এলোপাথাড়ি মারধোর করে টাকার ব্যগ ছিনিয়ে নেন। এ ঘটনায় দুলাল সিংহ সামান্য আহত হন। দুলাল জানিয়েছেন, ছিনতাইকারী মধুরগাতি গ্রামের ছলেমান শেখের ছেলে আনিস ও অন্যজন একই গ্রামের রাজু বলে তিনি জানিয়েছেন।নড়াইল কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রহমত উল্লাহ জাগো নিউজকে জানান, এ ঘটনায় ছিনতাইকারীদের নামে মামলা এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জাগো নিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।হাফিজুল নিলু/এমজেড/এমএস