বঙ্গবন্ধু সেতু পূর্ব ওজন স্টেশনের পরিমাপ যন্ত্র বিকল হয়ে পড়ায় সোমবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে শত শত ট্রাক মহাসড়কে আটকা পড়েছে।
এদিকে ভোর রাত থেকে বেলা দেড়টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। সেতু থেকে কালিহাতী উপজেলার সড়াতৈল এলাকা পর্যন্ত প্রায় আট কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
শত শত ট্রাক আটকা পড়ে যানচলাচলে ধীরগতি হওয়ায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন সেতু পার হলেও পূর্ব পাড়ের গোলচত্বর এলাকায় আটকে আছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামাল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজার তিনটি ওজন স্টেশনের মধ্যে একটি পুরোপুরি বিকল হয়ে পড়েছে। বাকি দুটিও মাঝে মাঝে বিকল হয়ে পড়ে। এ কারণে সেতুর পূর্বপাড়ের ওজন স্টেশন এলাকায় শত শত ট্রাক আটকা পড়েছে। ট্রাকের লাইন দীর্ঘ হওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতী উপজেলার সড়াতৈল পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে যানজট নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী জানান, ওজন স্টেশনের যন্ত্রপাতি ঠিক আছে। তবে গাড়ির চাপ বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস