নওগাঁর পোরশায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক কাওসার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার সরাইগাছি-আড্ডা সড়ক বারিন্দা ঢালনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরের বাসিন্দা।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা টাঙ্গাইল জ- ০৪-০০৯৯ বাসটি যাত্রী নিয়ে জেলার পোরশা আসছিল এবং গাজিপুর ব-০০১২ নম্বর বাস চাপাইনবাবগঞ্জ জেলার রহনপুরের যাচ্ছিল। বাস দুটি বারিন্দা ঢালনের কাছে পৌঁছালে পাশ কাটতে গিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা চালক কাওসার হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২০-২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোসাব্বেরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্বাস আলী/আরএআর/আইআই