দিনাজপুরের বীরগঞ্জে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছাড় গ্রামের আবুল কাশেমের ছেলে মো. শাহিনুর ইসলাম(৩০) ও সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে সুন্দরবন ইউনিয়নের গ্রাম্য পুলিশ মো. মমিনুল ইসলাম (৪৩)।
সোমবার সন্ধ্যা ৭টায় বীরগঞ্জ পৌর শহরের দিনাজপুর-পঞ্চগড় সড়কের কেন্দ্রীয় মসজিদের সামনে ও অপর ঘটনাটি ঘটে সকাল ৮টায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাদিয়াপাড়া শাহী হিমাগার এলাকায়।
বীরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নরেন চন্দ্র রায় জানান, সন্ধ্যা ৭টায় বীরগঞ্জ পৌর শহরের দিনাজপুর-পঞ্চগড় সড়কের কেন্দ্রীয় মসজিদের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাসকে অতিক্রম করার সময় একটি ট্রাক মোটরসাইকেল আরোহী মো. শাহিনুর ইসলামকে ধাক্কা দেয়। এ সময় শাহিনুর ইসলাম রাস্তায় পড়ে গেলে ট্রাকের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে বীরগঞ্জ থানা পুলিশের এএসআই মো. মামুনুর রশিদ মামুন জানান, ফুলকপির চারা কিনতে ভোরে নিজ বাড়ি থেকে ভ্যানযোগে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বাবলু ফার্মে রওয়ানা দেন মো. মমিনুল ইসলাম। পথে সকাল ৮টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাদিয়াপাড়া শাহী হিমাগার এলাকায় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ভ্যানে থাকা যাত্রী মো. মমিনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন ভ্যানচালক গোপাল চন্দ্র রায়।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএআর/আইআই