দেশজুড়ে

গাবতলী উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোরশেদ মিল্টনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রলালয় গত ১৭ জুন তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। নাশকতার মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার প্রজ্ঞাপনটি উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে এসে পৌঁছে।গাবতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজেদা ইয়াসমিন সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।গাবতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, মোরশেদ মিল্টনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ গাবতলী থানায় পাঁচটি মামলা রয়েছে। লিমন বাসার/এআরএ/পিআর