দেশজুড়ে

মেহেদির রঙ না শুকাতেই নববধূর গলায় ফাঁস

মেহেদির রঙ না শুকাতেই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিয়ের ১০ দিনের মাথায় সুখি খাতুন (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার বেলা ১১টার দিকে শাহজাদপুর পৌর এলাকার আইগবাড়ী পারকোলা গ্রামের ভাড়াটিয়া বাসা থেকে মৃতের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সুখি খাতুন পৌর এলাকার বড়ধুনাইল গ্রামের নুর আলমের মেয়ে ও দ্বারিয়ারপুর গ্রামের মিলন সেখের স্ত্রী।

শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের রোশনাই আলীর ছেলে মিলন সেখের সঙ্গে ১০ দিন আগে উপজেলার বড়ধুনাইল গ্রামের নুর আলমের মেয়ে সুখি খাতুনের বিয়ে হয়।

বিয়ের কয়েকদিন পর মিলন তার স্ত্রীকে নিয়ে আইগবাড়ী পারকোলা গ্রামের গোলজার হাজির বাসায় ভাড়া উঠেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন।

বুধবার সকালে স্বামী মিলন ঘুম থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা শেলী।

এসআই নুরুল হুদা আরও বলেন, বিষয়টি রহস্যজনক। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস