টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের অনুষ্ঠিত হয়নি। এর পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১ নভেম্বর।
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার মূল আসামি ঘাটাইল (৩) আসনের বর্তমান এমপি আমানুর রহমান খান রানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে অসুস্থতাজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাসহ তাকে হাজির করা সম্ভব হয়নি বলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
বুধবার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এই বিচারকার্য শুরু হয়। এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইলের অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান জানান, আদালতের বিচারক আবুল মনছুর মিয়া সকাল ১১টায় চাঞ্চল্যকর এই হত্যা মামলার কার্যক্রম শুরু করেন।
রাষ্ট্রপক্ষ মামলার বাদী নাহার আহমেদ, ছেলে আহমেদ মজিদ সুমন ও মেয়ে ফারজানা আহমেদ মিথুনের হাজিরা দাখিল করেন। কিন্তু মূল আসামি উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে বিচারক মামলার পরবর্তী তারিখ ১ নভেম্বর ২০১৭ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
এই মামলায় তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আব্দুল গফুর ও অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাকি, জহিরুল ইসলাম জহিরসহ কয়েকজন।
উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানাকে অসুস্থতার কারণে আদালতে হাজির না করায় আটবার এই মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায়। গত ৬ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন করা হয়।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি