গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ায় ঝর্না বেগম (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ঝর্না বেগম ওই এলাকার সাখাওয়াত হোসেন খান ট্রফির স্ত্রী। সাখাওয়াত হোসেন খান ট্রফির বাড়ি সংলগ্ন নতুন বাজারে আইসক্রিমের ফ্যাক্টরি আছে।
সদর থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আইসক্রিম ফ্যাক্টরির কর্মচারী হানিফ মিয়া সাখাওয়াত হোসেন খান ট্রফির বাড়িতে যান। এ সময় হানিফ মিয়া বাড়িতে ঢুকে বাথরুমের সামনে গলাকাটা অবস্থায় ঝর্না বেগমকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে। ঝর্না বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রওশন আলম পাপুল/এএম/জেআইএম