দেশজুড়ে

দুই বৃদ্ধের লড়াই

উৎসবমুখর পরিবেশে নবান্নবরণ উৎসব উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে গ্রাম বাংলার লোক সংস্কৃতি ঐহিত্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দুই বৃদ্ধকে লাঠি নিয়ে লড়তে দেখা গেছে।

বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় বরসিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই লাঠি খেলা দেখতে শত শত নারী-পুরুষ ও শিশু উপস্থিত হন।

লাঠি খেলা উদযাপন কমিটির আহ্বায়ক শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।

রুবেলুর রহমান/এএম/এমএস