দেশজুড়ে

আমাদের চিকিৎসাসেবার মান অনেক উন্নত : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ সরকার চিকিৎসাবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এই সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। বর্তমানে আমাদের ওষুধ গুণে-মানে উন্নত হওয়ায় বিশ্বের নানা দেশে রফতানি হচ্ছে। পার্শ্ববর্তী অনেক দেশের চেয়ে আমাদের দেশের চিকিৎসাসেবার মান অনেক উন্নত।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিরলস পরিশ্রমে আর সরকারের স্বাস্থ্য বিষয়ে বিশেষ নজরদারির ফলে মা ও শিশু মৃত্যুর হার কমে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত করা হয়েছে।

চিকিৎসকদের সতর্ক করে নাসিম বলেন, জনগণের পয়সায় ডাক্তার হয়েছেন, কাজেই সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তা না হলে চাকরি ছেড়ে দিতে হবে।

কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকার বকুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোস্তফা সারোয়ার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আ খ ম মহিউল ইসলাম, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা আহসান, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম,উপ-পরিচালক শাহিন হাসান, ঢাকার বনানী-গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম