দেশজুড়ে

‘বাবার টাকা খেল উইপোকা’

খাগড়াছড়ির দীঘিনালায় এক ব্যাবসায়ীর জমানো টাকা খেয়ে সাবাড় করেছে বেরসিক উইপোকা। বিষয়টি এখন এলাকায় মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে।

আর সেই খয়ে ফেলা টাকার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবসায়ীর ছেলে জীবন চৌধুরী লিখেছেন, ‘আমার বাবার টাকা খেল উইপোকা’।

জানা গেছে, দীঘিনালার রাইসমিল মালিক ব্যবসায়ী রনজিৎ চৌধুরী দীর্ঘদিন ধরেই রোজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে ঘরে রাখা কাঠের বাক্সে টাকা জমাতেন। ব্যক্তিগত প্রয়োজনে শুক্রবার সকালে গচ্ছিত টাকার বাক্স খুলে দেখেন জমানো টাকার অধিকাংশই উইপোকা খেয়ে ফেলেছে।

উইপোকার খাওয়া টাকার পরিমাণ অর্ধলক্ষ দাবি করে জীবন চৌধুরী জাগো নিউজকে বলেন, একাধিকবার ক্যামেরা কেনার জন্য টাকা চাইলেও বাবা সে টাকা আমাকে দেননি। এখন তা উইপোকার পেটে গেল।

তবে নিজের জমানো টাকা উইপোকা খেলেও কোনো প্রতিক্রিয়া নেই ব্যবসায়ী রনজিৎ চৌধুরীর এমনটাই জানিয়েছেন ছেলে জীবন চৌধুরী।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর