খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে সমায়ুন চাকমা (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, এলাকাটি দুর্গম হওয়ায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহত সমায়ুন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) গ্রুপের কর্মী বলে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থকরা তাকে হত্যা করে থাকতে পারে বলে। তবে এ বিষয়ে ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস