বৈরী আবহাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)।
একই সঙ্গে ২ নম্বর সতর্কতা সংকেতও জারি করা হয়েছে। এর ফলে নৌবন্দরে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ।
বিআইডব্লিউটিএ’র ভৈরব ও আশুগঞ্জ নৌবন্দরের পরিবহন পরিদর্শক মো. শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বৈরী আবহাওয়ার কারণে আশুগঞ্জ নৌবন্দরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস