দেশজুড়ে

আশুগঞ্জ বন্দরে নৌযান চলাচাল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)।

একই সঙ্গে ২ নম্বর সতর্কতা সংকেতও জারি করা হয়েছে। এর ফলে নৌবন্দরে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ।

বিআইডব্লিউটিএ’র ভৈরব ও আশুগঞ্জ নৌবন্দরের পরিবহন পরিদর্শক মো. শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বৈরী আবহাওয়ার কারণে আশুগঞ্জ নৌবন্দরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস