দেশজুড়ে

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ : আহত ৪

মাদারীপুরের রাজৈরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়াদহ গ্রামের নজরুল ইসলামের ছেলে ট্রাকের চালক চুয়াডাঙ্গার আশরাফুল ইসলাম (৩৫) অপরজন ঝিনাইদহের বাসের যাত্রী রুবেল বেপারী (৩৩)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বরিশাল মহাসড়কের আমগ্রামে ঢাকা থেকে বরিশালগামী নৈশকোচ ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হন ৪ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভুইয়া জাগো নিউজকে জানান, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৪ জন।এ কে এম নাসিরুল হক/এমজেড/পিআর