দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির অবসান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও চালকদের টানা তিনদিনের ভোগান্তির অবসান হয়েছে। সোমবার সকাল থেকে মহাসড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। এতে যাত্রী ও শ্রমিকরাও স্বস্তিবোধ করছেন। টানা তিনদিনের বৃষ্টি ও যানবাহনের চাকার ঘর্ষণে মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর সঙ্গে রয়েছে মহাসড়কটির চারলেনে উন্নিতকরণের কাজ।

চারলেনের কাজের অংশ হিসেবে বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি, চন্দ্রা ও মির্জাপুরের ধেরুয়া এলাকায় উড়াল সড়ক, টাঙ্গাইলের পৌংলিতে ব্রিজ নির্মাণ এবং মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় নির্মণাধীন রাস্তার কিছু অংশ দেবে যাওয়ায় মহাসড়কে যান চলাচল মাঝে মাঝে বন্ধ থাকে। এতে যানজট র্তীব্রতা পায়।

অপরদিকে মির্জাপুরের ধেরুয়া রেল ক্রসিং এলাকায় প্রতিদিন ১৪টি ট্রেন ২৮ বার যাওয়া আসা করে। এতে প্রতিটি ট্রেন যাওয়া আসার সময় কমপক্ষে ৫ মিনিট করে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখতে হচ্ছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে থেমে থেমে বৃষ্টি হলেও শুক্রবার (২০ অক্টোবর) ভোর থেকে শুরু হয় অবিরাম বৃষ্টি। হেমন্তের এমন বৃষ্টি এবং অপরিকল্পিত ভাবে চারলেনের কাজের কারণে যানজটের সৃষ্টি হয়। দেখা দেয় চরম দুর্ভোগ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রোববার বিকেল পর্যন্ত একাধিকবার মহাসড়কের চন্দ্রা থেকে যমুনা সেতু পূর্বপার পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার স্থায়ী হয়। যানজটে বেশি দুর্ভোগে পড়েন নারী ও শিশু যাত্রীরা। রোববার সকাল থেকে থানা পুলিশের তদারকিতে চারলেনের কাজের ঠিকাদারের পক্ষ থেকে মহাসড়কের উপর জমা কাদা সরিয়ে নেয়ার কাজ শুরু করা হয়। এরফলে বিকেল থেকে থেমে থেমে যানবাহন চললেও সন্ধার পর থেকে চালকরা যান চালানোর স্বাভাবিক গতি ফিরে পান।

রোববার সন্ধ্যার পর থেকে টানা তিনদিনের অচলাবস্থার অবসান হয়ে মহাসড়কের উভয়দিকে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে বলে ট্রাফিক পুলিশের টিআই মো. সেলিম জানিয়েছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুল হক জানান, অপরিকল্পিত ভাবে চারলেন উন্নতীকরণ কাজ শুরু হওয়ায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। জেলা, থানা, ট্রাফিক পুলিশ ও ফায়ার সর্ভিসের কর্মীরা মহাসড়কের যানজট নিরসনে নিরলসভাবে কাজ করেছে। সকলের প্রচেষ্টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখন স্বাভাবিক গতিতে যানবাহন চলছে বলে তিনি উল্লেখ করেন।

এস এম এরশাদ/এফএ/এমএস