রাজবাড়ীর পাংশায় বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উপেন্দ্রণাথ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে শহীদ খবির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত গাস্সী মেলায় এ ঘটনা ঘটে।
নিহত উপেন্দ্রণাথ ফরিদপুর জেলার মধুখালী থানার কেলোকদীর মৃত নারায়ণ চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্কুলে গাস্সী মেলা চলছিল। হঠাৎ আজ সন্ধ্যার পর বেলুন ফুলানোর একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেখানে বেশ কয়েকজন আহত হন। পড়ে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপেন্দ্রণাথকে মৃত ঘোষণা করেন।
পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/আরএআর/আরআইপি