দেশজুড়ে

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

ঈশ্বরদীতে‬ সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন বেলু (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  বুধবার পাকশী রূপপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বিল্লাল হোসেন পাকশী ঝাউতলা এলাকার বাসিন্দা।  প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে বিল্লাল বাইসাইকেল নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন।  পথিমধ্যে রূপপুর সিএনজি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পিছন দিকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।  এতে তিনি গুরুতর আহত হন।  পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।আলাউদ্দিন আহমেদ/এআরএ/আরআইপি