নাশকতার পরিকল্পনার অভিযোগে গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমকে (৩০) আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গাইবান্ধা পৌরসভার ফকিরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক খন্দকার জাকারিয়া আলম জীম গাইবান্ধা পৌরসভার ফকিরপাড়া এলাকার খন্দকার মফিজুর রহমানের ছেলে।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে বলেন, কয়েকজনকে সঙ্গে নিয়ে নাশকতা করার পরিকল্পনা করছিলেন খন্দকার জাকারিয়া আলম জীম- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়। তার নামে বিভিন্ন মামলা রয়েছে। সেসব মামলায় তার জামিন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।
রওশন আলম পাপুল/আরএআর/আরআইপি