দেশজুড়ে

রাজবাড়ীতে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চত্রা নদীতে মাছ ধরতে গিয়ে জালে জড়িয়ে পানিতে ডুবে কাদিম ফকির (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত কাদিম ফকির উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট হিজলী গ্রামে শহিদ ফকিরের ছেলে।

প্রত্যক্ষদোষী সূত্রে জানা গেছে, উপজেলার নারুয়া চত্রা নদীতে খেপলা জাল দিয়ে মাছ ধরতে যান কাদিম ফকির। এ সময় মাছ ধরতে নদীতে খেপলা দিতে গিয়ে ওই যুবক জালে জড়িয়ে পানিতে পড়ে ডুবে যায়। পড়ে স্থানীয় লোকজন বিষয়টি জানার পর তাকে উদ্ধার করে স্থানীয় নারুয়া বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/আরএআর/এমএস