দেশজুড়ে

বিএসএফের হাতে ৩ বাংলাদেশি নির্যাতনের শিকার

কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করে নির্যাতন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার খালিশাকোঠাল আন্তর্জাতিক সীমান্তের ৯৪৩-এর ১১ সাব পিলার দিয়ে অনুপ্রবেশ করতে গেলে বিএসএফ তাদের আটক করে।

বুধবার ভোরে বিএসএফ আহত অবস্থায় তিন যুবককে কাঁটাতারের বাংলাদেশের এপারে ফেলে দেয়। এ সময় বালারহাট বিওপির বিজিবি ব্যাটালিয়ন-১৫ সদস্যরা আহতাবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসা শেষে ফুলবাড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার নীলগঞ্জ গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরমান (২৫) একই গ্রামের মতি মিয়ার ছেলে আল আমিন (২৭) ও সাহাব উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২২)।

বিষয়টি নিশ্চিত করে নাওডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য এরশাদুল হক বলেন, আমি ঘটনা জানার পরপরেই সীমান্তের কাছে পৌঁছাই। এ সময় জানতে পারি আটক যুবকরা ভারতের দিল্লিতে ইটভাটায় কাজের উদ্দেশ্যে গোপনে কাঁটাতার পার হয়।

তাদেরকে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার অধীনে বিএসএফ-৩৮ ব্যাটালিয়নের নটকোবাড়ি করলা বিওপির টহলরত সদস্যরা আটক করে। আটকের পর তাদের ওপর চালানো হয় নির্যাতন চালানো হয়েছে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। পরে খবর পেয়ে বালারহাট বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও কাঁটাতারের ওপারে ধরা পড়ায় তাদের উদ্ধার করতে না পেরে ফিরে আসা হয়।

বুধবার ভোরে কাঁটাতারের এপারে আহত অবস্থায় টহলরত বালারহাট বিওপির সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় সোপর্দ করে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, বিজিবি সদস্যরা আটকদের থানায় দেন এবং আমরা তাদেরকে কোর্টে প্রেরণ করেছি।

নাজমুল হোসেন/এএম/জেআইএম