দেশজুড়ে

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জে মাদক মামলায় রুকন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

কিশোরগঞ্জর দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমান বুধবার দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রুকন মিয়া নরসিংদী জেলার মাধবদী উপজেলার দাসেরভাওনা গ্রামের মো. আব্দুল বাতেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৩ জুলাই ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পাচারের সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকায় র্যাব একটি মাইক্রোবাস থেকে ৩৪ কেজি গাঁজাসহ রুকনকে আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় রুকনের ১০ বছরের সাজা দেন আদালত।

রাষ্ট্রপক্ষে এপিপি মো. হুমায়ুন কবীর ও আসামিপক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসরাম কার্জন মামলাটি পরিচালনা করেন।

নূর মোহাম্মদ/আরএআর/জেআইএম