আন্তর্জাতিক

ওবামার আইএস দমন বিল পাস

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের দমনে সিরিয়ার সরকারবিরোধীদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত যে বিল এনেছেন তাতে অনুমোদন দিয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ।বিলটি পাস হওয়ায় সিরিয়ায় আইএস যোদ্ধাদের দমনে ওবামা এখন ৫০ কোটি ডলার খরচ করতে পারবেন। আর এ অর্থ সিরিয়ার সরকারবিরোধীদের প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র প্রদানে ব্যয় করা হবে। ইরাক ও সিরিয়ায় আইএস দমনে মার্কিন সেনারা স্থলযুদ্ধে অংশ নেবে না ওবামার এমন নিশ্চয়তার পরই বিলটি পাস হলো।প্রসঙ্গত, সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও তারা আইএস বিরোধী। আর তাই এ বিদ্রোহীদের দিয়ে এক ঢিলে দুই পাখি মারতে (আইএস দমন ও বাশারের পতন) চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস অব রিপ্রেজেন্টেটিভে বিলটি পাস হলেও এখনও সিনেটের অনুমোদন বাকি রয়েছে। তবে ক্ষমতাসীন ডেমোক্র্যাট নেতৃত্বাধীন সিনেটে এটি সহজেই অনুমোদিত হবে বলে মনে করা হচ্ছে।