দেশজুড়ে

ফেনী কারাগারে কয়েদির মৃত্যু

ফেনী কারাগারে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

কারাগারের জেলার শংকর মজুমদার জানান, মৃত তাপস সরকার প্রকাশ ওরফে নুরুল ইসলাম ফেনী সদরের উত্তর চাঁদপুর গ্রামের নারায়ণ সরকার দাসের ছেলে। গত বছরের ২০ সেপ্টেম্বর ফেনী থানার একটি মাদক মামলায় ১৬ মাসের দণ্ড হয় তার। নুরুল ইসলাম ২০ সেপ্টেম্বর থেকে ফেনী কারাগারে বন্দি ছিলেন।

বুধবার সন্ধ্যা ৭টায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানান তিনি।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, নুরুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

জহিরুল হক মিলু/এফএ/আরআইপি