খেলাধুলা

কলম্বোয় ১৩৮ রানে অলআউট পাকিস্তান

এর নামই পাকিস্তান। এর নামই ক্রিকেট। সপ্তাহ পার হয়নি অবিস্মরণীয় এক জয় পেয়েছিল পাকিস্তান। নাটকীয় সে ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছিল তারা। কলম্বোয় দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বেকাদায় পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয়ে গেল মাত্র ১৩৮ রানে।বৃহস্পতিবার কলম্বোয় দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এইদিন শততম টেস্ট খেলতে নামেন ইউনিস খান। কিন্তু করলেন মাত্র ৬ রান। মাত্র চারজন পাক ব্যাটসম্যান দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন। দলের পক্ষে সর্বোচ্চ রান ৮২ রান করেন মুহাম্মদ হাফিজ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা শ্রীলঙ্কার অফ স্পিনার থারিন্দু কৌশল নেন পাঁচ উইকেট। তবে দিনের শুরুটা করেন পেসার ধাম্মিকা প্রসাদ। ৮৩ রানে ৩ উইকেট নেন তিনি।একসময় পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭৮। এরপর মাত্র ৬৫ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারায় পাকিস্তান। চিরাচরিত ধারাবাহিকতার অভাব বরাবরই ছিল পাকিস্তান ক্রিকেটে। এক ম্যাচ ভালো খেলেই আবার পাকিস্তান ফিরল সেই অনিশ্চয়তার পথে।আরটি/এমআর/আরআই