বিনোদন

নতুন বিজ্ঞাপনে প্রসূন

লাক্স সুন্দরী প্রসূন আজাদ সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনে কাজ করলেন। বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের প্রযোজনায় গর্ভাবস্থায় সচেতনতা বৃদ্ধিতে নির্মিত এ বিজ্ঞাপনে প্রসূনকে একজন নববধু ও গর্ভবতী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।জানা গেছে, এ বিজ্ঞাপনটি বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত নাটক ‘উজান গাঙের নাইয়া’র বিরতিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আরিফুর রহমান।উল্লেখ্য, গেল মঙ্গলবার থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে দ্বিতীয় মৌসুমের ‘উজান গাঙের নাইয়া’ নাটকটি। রফিকুল ইসলাম পল্টু ও শুভাশিস সিনহার রচনায় এটি পরিচালনা করেছেন বাশার জর্জিস।এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চম্পা, তারিক আনাম খান, রিয়াজ, শতাব্দী ওয়াদুদ, ফারহানা মিলি, লুৎফর রহমান জর্জ, স্পর্শিয়া, তিতাস জিয়া, আফরোজা বানু, রিকিতা নন্দিনী, ফজলুল হক ও পুতুলসহ অনেকে।এদিকে, সম্প্রতি সেপ্টিপিন নামের একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন প্রসূন। কিন্তু চরিত্রের জন্য নিজেকে উপযুক্ত মনে না করায় সেটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই মডেল ও অভিনেত্রী।এলএ/আরআই