দেশজুড়ে

দলীয় কোন্দল : ছাত্রলীগ নেতার শরীরে অ্যাসিড নিক্ষেপ

দলীয় কোন্দলের জের ধরে পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেনের (৩০) শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।  আহত ছাত্রলীগ নেতা সুজানগর উপজেলার দড়িমালঞ্চি গ্রামের আবুল হোসেন মন্ডলের ছেলে।  অ্যাসিডে তার শরীরের একাংশ এবং চোখ ক্ষতিগ্রস্থ হওয়ায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, বুধবার রাত ১২টার দিকে উপজেলার তালিমনগর স্লুইস গেট এলাকা থেকে আলামিন বাড়ি ফেরার পথে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন  তার ওপর অ্যাসিড ছুঁড়ে মারে।  এতে তার শরীরে একাংশ ও বাম চোখ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন সরকার জানান, প্রতিপক্ষের লোকজনের সাথে আলামিনের দলীয় কোন্দল ছিল।  এরই জের ধরে বুধবার রাতে তাদের মধ্যে বাক বিতণ্ডা হয় ও আলামিনের ওপর অপর পক্ষের লোকজন অ্যাসিড নিক্ষেপ করে। ওসি জানান, এ ঘটনায় থানায় উপজেলার মালঞ্চি গ্রামের সাত্তার সেখের ছেলে মালেক সখ, খালেক সেখ, তালেব সেখকে আসামি করে মামলা দায়ের হয়েছে।  আসামিদের ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান। এমএএস/আরআইপি