খেলাধুলা

নেইমারের বাহুতে রাফায়েল্লা

কোপা আমেরিকা থেকে দুর্ভাগ্যজনকভাবে আগেই ফিরতে হয়েছে নেইমারকে। তাই পরিবারের সাথে সময় কাটানোর বাড়তি সময় মিলেছে ব্যস্ত এই বার্সেলোনা তারকার। সুযোগও মিলেছে নতুন কিছু করারও।সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্তাগ্রামে বোন রাফায়েল্লা এবং বাবার সঙ্গে নতুন ছবি আপলোড দেন তিনি। বোনের সঙ্গে দেয়া ছবিতে নিজের নতুন ট্যাটু তুলে ধরেছেন এই তারকা। অসুস্থ বাবার পাসে বসেও সেলফি তোলেন তিনি।চলতি মাসের শুরুতেই নেইমার ডান বাহুতে নতুন ট্যাটু করেন। বোন রাফায়েল্লার প্রতিকৃতি অনুসারে এই ট্যাটু করেন ২৩ বছর বয়সী এই কাতালান।

সেলকাওয়ে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে লাল কার্ড দেখে চার ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন এই বার্সা তারকা। তাই কোপায় আর খেলা হচ্ছে না ব্রাজিলের এই তারকার। ফলে অবসর কাটানোর জন্য পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক।আরটি/এমআর/আরআইপি