দেশজুড়ে

কালকিনিতে ১০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর বাজার থেকে বৃহস্পতিবার ১০০ পিস ইয়াবাসহ মাইনুল ঘরামী (২৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এসআই মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ৪ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাইনুল ঘরামী বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর গ্রামের নুরুল ঘরামীর ছেলে। এসআই মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাইনুলের বিরুদ্ধে কালকিনি থানা ও গৌরনদী থানায় একাধিক মাদক মামলা আছে।নাসিরুল হক/টিআই