সিরাজগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শালুয়াভিটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর (৪৫), ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৪০) ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর (৪৫)।
পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সভা শেষে মোটর সাইকেলযোগে কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান সবুর ও তার সহকর্মীরা বাড়ি ফিরছিলেন। শালুয়াভিটা বাজার এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। তাদের মধ্যে চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক।
সিরাজগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, আহতদের তিনজনের মধ্যে ইউপি চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন হামলার ঘটনা নিশ্চিত করে জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএস