দেশজুড়ে

চুয়াডাঙ্গা থেকে অপহৃত স্কুলছাত্রী মাগুরায় উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশনের কাছ থেকে অপহৃত স্কুল ছাত্রী সাগরিকা খাতুনকে (১৫) দীর্ঘ ৫ মাস পর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাঙ্গলবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত সাগরিকা দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দামুড়হুদা থানার উপপরিদর্শক (এস আই) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাঙ্গলবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত সাগরিকা খাতুনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি সকালে সাগরিকা খাতুন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হয়ে জয়রামপুর রেলস্টেশনের কাছে পৌঁছায়। এসময় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাবু টিয়া গ্রামের খবির উদ্দীনের ছেলে মিশাসহ ৬-৭ জন মাইক্রোযোগে তাকে অপহরণ করে নিয়ে যান। এরপর অপহৃতের মা ডলি খাতুন বাদী হয়ে মিশার নাম উল্লেখ করে ৭ জনের নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, অপহরণকারী মিশার দামুড়হুদায় বীজ এনজিওতে চাকরি করার সূত্র ধরে সাগরিকার সঙ্গে তার পরিচয় ঘটে। সালাউদ্দীন কাজল/এমজেড/পিআর