আন্তর্জাতিক

তিউনিশিয়ার পর্যটন অবকাশ কেন্দ্রে সন্ত্রাসী হামলায় নিহত ২৭

তিউনিশিয়ার একটি পর্যটন অবকাশ কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় এ পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। যদিও শুক্রবারের এ হামলায় ১৯ জনের মত নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, সুস শহরের এক সমূদ্রতীরবর্তী হোটেলে এই হামলা চালানো হয়। হামলাকারীদের একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।যেখানে এই হামলা চালানো হয়েছে সেখানে ইউরোপ এবং উত্তর আফ্রিকা থেকে প্রচুর পর্যটক বেড়াতে যান। পর্যটকদের কাছে জায়গাটির বেশ জনপ্রিয়তা আছে বলে জানা গেছে।মাত্র কয়েক মাসের মধ্যে তিউনিশিয়ার কোন পর্যটন কেন্দ্রে এটি দ্বিতীয় সন্ত্রাসবাদী হামলা। এর আগে গত মার্চ মাসে তিউনিশিয়ার রাজধানী তিউনিসের বাডো মিউজিয়ামে হামলায় নিহত হন ২২ জন পর্যটক।এসএইচএস